
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে সংগীত বিভাগে জিএস ও এজিএস পদে একটি ভোটও পায়নি শিবির প্যানেলের প্রার্থীরা। তবে শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল মাত্র ৪ টি ভোট পেয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় এই বিভাগের ফলাফল ঘোষণার করা হয়।
এদিকে সংগীত বিভাগে ছাত্রদলের ভিপি প্রার্থী একেএম রাকিব ১২৫ টি ভোট পেয়েছেন। আর জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ এবং এজিএস প্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন১০৮ ভোট।
জানা যায়, সংগীত বিভাগের মোট ২৩৮ ভোটারের মধ্যে ১৪৬ টি ভোট কাস্ট হয়।
উল্লেখ্য, জকসু নির্বাচনের ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখনো পূর্ণ ফলাফল প্রকাশিত হয়নি। আনুষ্ঠানিকভাবে ঘোষিত ২০ কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ছাত্রদলের ভিপি প্রার্থী ও ছাত্রশিবিরের জিএস ও এজিএস এগিয়ে রয়েছেন।
প্রকাশিত ২০ টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ২৪০৪ ভোট, জিএস পদপ্রার্থী খাদিজাতুল কুবরা ১১০৪ভোট, এজিএস পদপ্রার্থী এবিএম আতিকুর রহমান তানজিল ২০০১ ভোট।
অপরদিকে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ২৩১৬ ভোট, জিএস পদপ্রার্থী আবদুল আলীম আরিফ ২৪৮৭ ভোট, এজিএস পদপ্রার্থী মাসুদ রানা পেয়েছেন ২২২১ ভোট।








































