
আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী ও সেনা সদস্যদের নিয়ে চলমান অপপ্রচারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াখারুজ্জামান।
মঙ্গলবার (ঢাকা সেনানিবাসে) অফিসারস অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি বলেন, কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য সেনাবাহিনীকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসবের তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে পেশাদারিত্ব বজায় রাখা শ্রেয়। তবে সব অপরাধ লিপিবদ্ধ করা হচ্ছে এবং সঠিক সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তারা সরাসরি এবং দেশের বিভিন্ন সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সেনাপ্রধানের বক্তব্যের মূল দিকগুলো, অপপ্রচার নিয়ে সতর্কতা: সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে। এগুলো নথিভুক্ত করা হচ্ছে, প্রমাণসহ সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। সেনা সদস্যদের অপরাধের বিচার: প্রচলিত সেনা আইন অনুযায়ী সব অপরাধের বিচার হয়। তবে অপর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে তাড়াহুড়ো করে বিচার না করার পরামর্শ দেন তিনি। সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশের মানুষ এখন তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।”
জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। সেনা সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। দেশি-বিদেশি মহল বিভ্রান্তি ছড়ালেও সেনাবাহিনীর ঐক্য ও পেশাদারিত্বের কারণে তাদের উদ্দেশ্য সফল হয়নি।