গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপদাহ। তীব্র এ গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের মানুষ। এরই মধ্যে উত্তপ্ত পৃথিবীকে খানিকটা শীতল করার প্রচেষ্টা করছেন দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ।
নিজের ফেসবুকে এই জনপ্রিয় ইসলামিক বক্তা লিখেছেন, উত্তপ্ত পৃথিবীকে খানিকটা শীতল করার প্রচেষ্টা আমাদের। বিগত বছরগুলোতে আমাদের রোপণকৃত কয়েকটি ফলবতী গাছের ছবি।
এ বছর বর্ষাকালে আমরা ৩ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। পরিবেশ সুরক্ষা, সবুজায়ন এবং সদকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে আপনিও হতে পারেন আমাদের সহযোগী।
উল্লেখ্য, সব রেকর্ড ভেঙে দাবদাহের পারদ ঊর্ধ্বমুখী। পুরো এপ্রিল মাস এমন দৃশ্যই দেখেছে সারা দেশ। অসহ্য গরমে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। খুব একটা বৃষ্টির দেখাও মেলেনি। ফলে বিপাকে পড়েছে মানুষ ও প্রাণীকূল।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |