
আসিফ নজরুল কালকে আমার সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছে কিছু মনে করি নাই৷ শুধু একটা কথায় খুব খারাপ লেগেছে৷ তিনি বলেছেন, আমাকে জাতির পিতা বানায়ে না দিলে মনে হয় আমি থামবো না৷
আসিফ নজরুল, আমি জাতির পিতা না, একটা ইউপি মেম্বারও হতে চাই না৷ এখনও পার্ট টাইম উবার চালাই৷ আপনাকে যার ভাই বোতল-নারী সাপ্লাই দেয় তারা কিন্তু আওয়ামিলীগ সরকারের সময়েও ২-৩ বার দেশে গিয়েছে৷ আমরা যেতে পারি নাই, যখন যাবার সময় এসেছে তখন আপনাদের সাথে মিলেমিশে ধান্দাবজি করতে পারতাম৷ আপনি ক,দিন আগেও আমাকে বলেছিলেন, ইলিয়াছ কি লাগবে, দেশে চলে আসেন ব্লা ব্লা৷ আপনার মতো একজন প্রভাবশালী উপদেষ্টা যদি কাউকে ফোন করে এই কথা বলে তাহলে আর কি লাগে? কিছু চাওয়ার নাই তাই বলেছিলাম৷ স্যার, কিছু চাই না শুধু আপনি ৫ তারিখের আগে যা বলতেন কাজগুলো তেমন করেন৷
আপনাকে তো আমরা অনেক ভালোবাাতাম, অথচ আমি প্রথম আলো নিয়ে নিউজ করলাম আপনি তাদের পক্ষে পোস্ট করলেন৷ কালবেলা নিয়ে নিউজ করলাম আপনি কালবেলার পক্ষে পোস্ট করলেন!
যাওয়ার কথা আবরারের বাসায় গেলেন রবীন্দ্র কাচারীতে৷ আওয়ামিলীগের হ’ত্যা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরছে, ধরা হচ্ছে না উল্টো জামিন হতে শুরু করেছে৷ জামিন কি স্যার ফ্রী হচ্ছে ? কোন জেলা জজের বাপের ক্ষমতা আছে উপরের আদেশ ছাড়া আওয়ামিলীগের হ’ত্যা মামলার কোন আসামীকে জামিন দেয়ার:? আমরা কিছু বুঝি না ?
সুন্দর করে কথা বলে লাভ নাই, আমরা এসব নাটক বুঝি৷
শুধু এতটুকুই বললাম এতো বড় সুযোগ পাবার পরেও দেশটাকে সঠিক রাস্তায় আনতে পারলেন না৷ এই জাতি আপনাকে ক্ষমা করবে না স্যার৷ আর আমি কিছু চাই না তবে দেশের বিরুদ্ধে গেলে তাকে যত হাত নেয়া দরকার নিতে থাকবো৷