প্রচ্ছদ আন্তর্জাতিক আমিরাত প্রবাসীদের সাধারণ ক্ষমার সুযোগ বাড়ল ২ মাস

আমিরাত প্রবাসীদের সাধারণ ক্ষমার সুযোগ বাড়ল ২ মাস

আমিরাত প্রবাসীদের সাধারণ ক্ষমার সুযোগ বেড়েছে আরও দুই মাস। এর আগে গত ০১ সেপ্টেম্বর থেকে ৩১অক্টোবর পর্যন্ত দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আমিরাতে অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য দেয়া সুযোগটি শেষ হওয়ার কথা থাকলেও, তা আরও দুই মাস বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইউএই’র ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস ও পোর্ট সিকিউরিটি।

নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ডিসেম্বর পর্যন্ত থাকবে এই সুযোগ। এদিকে সাধারণ ক্ষমার সময়কালে প্রবাসীদের কনসুলেটে সবসময় নিরবিচ্ছিন্ন সেবা দেয়ার প্রচেষ্টায় রয়েছেন বলে জানিয়েছেন নব নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। আমিরাতের বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানিয়েছেন।

প্রবাসীদের সুবিধার্তে এখন ছুটির দিনেও দুবাই এবং উত্তর আমিরাতের বিভিন্ন প্রদেশে কনসুলেট সেবা দেয়া হচ্ছে। এই বিষয়ে কনসুলেটের অফিসিয়াল পেজ থেকে নিয়মিত প্রচারণাও চালানো হচ্ছে।

সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে অবৈধ থাকা প্রবাসীদের বৈধ হতে অথবা জেল জরিমানা ছাড়া দেশে যাওয়ার অনুরোধ জানিয়েছেন মিশন কর্মকর্তাগণ। এতে করে পরবর্তীতে আবার ফিরে আসার সুযোগ পাওয়া যাবে। অন্যদিকে সাধারণ ক্ষমার এই সুযোগ বৃদ্ধি করাতে আমিরাত সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসীরা।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।