
ইসলামিক বক্তা মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, প্রাণনাশের হুমকি পাওয়ার পর পরিস্থিতি তাকে মানসিকভাবে ভাবিয়ে তুলেছে।
রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মুফতি আমির হামজা বলেন, আগের দিন থেকেই বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি তিনি সবাইকে জানাতে প্রয়োজনবোধ করেছেন বলে উল্লেখ করেন।
পোস্টে তিনি আবেগঘন কণ্ঠে লেখেন, তার অনুপস্থিতিতে কুষ্টিয়ায় যে ‘ইনসাফ কায়েমের লড়াই’ শুরু হয়েছে, সেটি যেন সকলে মিলে এগিয়ে নিয়ে যান। একই সঙ্গে তিনি তার তিন শিশু কন্যা সন্তানের প্রতি খেয়াল রাখার জন্য সবার কাছে অনুরোধ জানান।
সূত্র : জনকণ্ঠ












































