প্রচ্ছদ জাতীয় আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি : আমির হামজা

আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি : আমির হামজা

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেলে কুষ্টিয়া শহরে আয়োজিত এক মানববন্ধনে বক্তৃতাকালে তিনি ইন্তেকাল করেন।

আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জামায়াতের এমপিপ্রার্থী মুফতি আমির হামজা।

ওই পোস্টে তিনি বলেন, আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি।

হে আল্লাহ এ কোন পরীক্ষা?
তিনি আরো বলেন, আমাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ বাদ আসর বিক্ষোভ মিছিলে বক্তব্য চলাকালীন সময় আমার অভিভাবক কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম স্ট্রোক করে দুনিয়ার সফর শেষ করেছেন।

সূত্র : কালের কণ্ঠ