প্রচ্ছদ অপরাধ ও বিচার আধিপত্য নিয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ

আধিপত্য নিয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু মহাল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় বাড়িঘরে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। এ সময় লুটপাটের অভিযোগ করা হয়েছে উভয়পক্ষ থেকে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে টানা তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষের সময় প্রতিপক্ষের বাড়িঘরে লুটপাট ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় লুটপাটের অভিযোগ করা হয়েছে উভয় পক্ষের তরফে।

আগুন নেভাতে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের উপর ইট-পাটকেলও ছুড়েছে সংঘর্ষে জড়ানো ব্যক্তিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

এদিকে, ঘটনার পর দুই বিএনপি নেতাকেই থানা হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম। তিনি জানান, এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

সোনারগাঁ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, একটি ঘরে আগুন নেভানোর সময় আরেকটি বাড়িতে আগুন দেওয়ার খবর পাই। সব আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুʼটি ইউনিটের প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।

সূত্র : চ্যানেল ২৪