প্রচ্ছদ সারাদেশ আদু ভাই সাদ্দাম, আনা হলো ঢাবির হলে, জানা গেলো হাস্যকর কাহিনী

আদু ভাই সাদ্দাম, আনা হলো ঢাবির হলে, জানা গেলো হাস্যকর কাহিনী

সারাদেশ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এফ রহমান হলের শিক্ষার্থীরা প্রীতিভোজের জন্য আনা গরুর নাম ‘আদু ভাই সাদ্দাম’। শুক্রবার (৪ অক্টোবর) প্রীতিভোজের জন্য এফ রহমান হলে গরু আনা হয়। এসময় শিক্ষার্থীরা একই হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হুসাইনের নাম সাঁটিয়ে দেয় গরুটির মাথায়। হলের আবাসিক ছাত্র আবদুল্লাহ আল জুবায়ের বলেন, সাদ্দাম ছাত্রলীগের অত্যাচারী নেতাদের একজন। তিনি আমাদের হলে তার রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। সে ও তার বন্ধুরা ছাত্রদের ওপর ব্যাপক নির্যাতন করত। দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর শিক্ষার্থীরা একটি ইতর প্রাণীর সাথে তার নাম সংযুক্ত করে প্রতিবাদ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছে। মূলত দীর্ঘদিন ছাত্রলীগের প্রতি জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ এটি।

উল্লেখ্য, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ। ছাত্রদলের নবগঠিত কমিটির ওপর আক্রমণ চালানোর ঘটনায় সাদ্দামসহ ছাত্রলীগের ৬৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাটি ব্যাপকভাবে আলোচিত এবং রাজনৈতিকভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে​। এছাড়াও, ছাত্রলীগের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্ব, দুর্নীতি, এবং টেন্ডারবাজির মতো অভিযোগও সাদ্দাম এবং তার দলের সদস্যদের বিরুদ্ধে রয়েছে। এসব অভিযোগ দীর্ঘদিন ধরে ছাত্রলীগের নেতিবাচক ভাবমূর্তি গঠনে ভূমিকা রেখেছে​।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বর্তমানে আত্মগোপনে রয়েছেন। সাম্প্রতিক ঘটনাবলীর পর তার অবস্থান নিয়ে নানা জল্পনা রয়েছে। সূত্র অনুযায়ী, তিনি দেশত্যাগ করেছেন এবং সিলেট সীমান্ত দিয়ে বেরিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও তার নির্দিষ্ট অবস্থান নিশ্চিত নয়, ধারণা করা হচ্ছে তিনি বিদেশে অবস্থান করছেন​

সূত্র : জনকন্ঠ

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।