প্রচ্ছদ সারাদেশ যে কারণে আজ থেকে আগামী ৭ দিন বন্ধ থাকবে ডাচ্-বাংলার এজেন্ট ব্যাংকিং

যে কারণে আজ থেকে আগামী ৭ দিন বন্ধ থাকবে ডাচ্-বাংলার এজেন্ট ব্যাংকিং

সারাদেশ: ৭ দিনের জন্য বন্ধ হতে যাচ্ছে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে প্রতিষ্ঠানটির এজেন্ট ব্যাংকিং। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৫ জানুয়ারি পর্যন্ত এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস সাময়িকভাবে বন্ধ রাখতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি। ডাচ্-বাংলা ব্যাংকের এই আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস ৭দিন সাময়িকভাবে বন্ধ থাকবে।

এদিকে, ডাচ-বাংলা ব্যাংকের মূল ব্যাংকিং সেবা আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে ব্যাংকটির কোনো গ্রাহক শাখায় লেনদেন করতে পারবেন না। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে।এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।