
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তার একটি ফেসবুক পোস্টে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি লিখেছেন,“ক্ষমতার কি লোভ— গণহত্যা, গুম/খুন করে, জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে, দুর্নীতি/লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে নির্বাচনের প্রক্রিয়া বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংসের লক্ষ্যে!”
তিনি আরও লেখেন, “আমার আশ্চর্য লাগে, যখন চিন্তা করি— এত কিছুর পরও আওয়ামী লীগের একটা অংশ কীভাবে এদেরকে সমর্থন করে! এর মানে একটাই— এরাই ছিল সুবিধাভোগী। আর এখন এর পরিণতিতে খেসারত দিতে হবে নিরীহ, নিরপরাধ নেতা-কর্মীদের।”
সোহেল তাজের এই পোস্টটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার মন্তব্যকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।
সূত্র : যুগান্তর পত্রিকা











































