প্রচ্ছদ জাতীয় আ.লীগ নেত্রীর বাড়িতে চলছিল গোপন বৈঠক, অতঃপর…

আ.লীগ নেত্রীর বাড়িতে চলছিল গোপন বৈঠক, অতঃপর…

দিনাজপুরের চিরিরবন্দরে সরকার বিরোধী ষড়যন্ত্র করতে গোপন বৈঠক চলাকালে এক আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যার পূর্বে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক ওই নেত্রীর নাম লায়লা বানু। তিনি উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। তিনি দিনাজপুর জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

তার বিরুদ্ধে পুলিশে চাকরি দেওয়াসহ বিভিন্ন চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, দিনাজপুর সদর থানার একটি মামলায় তাকে ডিবি পুলিশ আটক করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।