
দেশ গড়তে জুলাই পদযাত্রা করতে ময়মনসিংহ এসে অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ ঘটনায় তিনি নগরীর নেক্সাস (প্রাইভেট) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পযর্ন্ত তিনি এ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নেক্সাস হাসপাতালের ব্যবস্থাপক মৃদুল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, জ্বর, সর্দি, কাশি ও বমি সমস্যা নিয়ে হাসপাতালে আসেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষায় সব রিপোর্ট ভালো পাওয়া গেছে। এ সময় প্রায় ৩ ঘণ্টা চিকিৎসাধীন থেকে তিনি বেরিয়ে যান।
এর আগে নগরীর টাউন হল মাঠে গণজমায়েত মঞ্চে বক্তব্য রাখার পর কিছুটা অসুস্থবোধ করেন হাসনাত আব্দুল্লাহ। পরে নাহিদ ইসলামের বক্তব্যের আগেই তিনি মঞ্চ থেকে নেতাকর্মীদের নিরাপত্তায় বেরিয়ে যান।
সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে হাসনাত আব্দুল্লাহ
৩ আগস্ট আমরা ঢাকায় জড়ো হচ্ছি : নাহিদ ইসলাম
সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছে, টানা অনেক দিন ধরে বক্তৃতা দেওয়ার কারণে তার গলায় ব্যথা হচ্ছিল। কথা বলতে কষ্ট হচ্ছিল। তবে এখন তিনি সুস্থ আছেন।
ময়মনসিংহ নেক্সাস হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও ইনটারভেশনাল কার্ডিওলজিস্ট ডা. জহির মো. শরীফ তাকে চিকিৎসা প্রদান করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্য সচিব ও জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য আলী হোসেন বলেন, বেশ কয়েক দিন ধরে জ্বর-সর্দি ও কাশিতে ভুগছিলেন।
এনসিপির পদযাত্রা বাস্তবায়ন কমিটির যুগ্ম বাস্তবায়নকারী মাহমুদুল হাসান বলেন, ময়মনসিংহে আসার পর থেকেই অসুস্থ বোধ করছিলেন হাসনাত আবদুল্লাহ। সভায় বক্তব্য শেষ হওয়ার পর বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বৃষ্টিতে ভিজে বিভিন্ন সভায় অংশ নেওয়ায় ঠান্ডা-জ্বরে ভুগছিলেন। চিকিৎসা শেষে রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ চলে গেছেন।