প্রচ্ছদ বিনোদন অবশেষে তারা আউট

অবশেষে তারা আউট

বিনোদন: অবশেষে তারা আউট। যারা কখনও জয় বাংলা মুখেও নেয়নি, তারাই এমপি হতে দৌড়ে মরিয়া হয়ে উঠেছিলেন। তাদের কাউকে মনোনায় দেওয়া হয়নি। এ নিয়ে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করছে।

জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস-সহ শোবিজ অঙ্গনের একাধিক তারকা। কিন্তু কারও ভাগ্যেই শিঁকে ছিড়ল না। বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত ৪৮ আসনে দলের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তাতে ঠাঁই হয়নি অপু বিশ্বাস, সুবর্ণা মুস্তফা, ঊর্মিলা শ্রাবন্তী করদের মতো জনপ্রিয় শিল্পীদের।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জিতে টানা চতুর্থবার ক্ষমতায় ফিরেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ। ফলে শাসকদলের হয়ে জাতীয় সংসদের মহিলাদের জন্য সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে আসরে ঝাঁপিয়ে পড়েন শোবিজ অঙ্গনের ১৪ তারকা শিল্পী। তাঁদের মধ্যে ছিলেন রোকেয়া প্রাচী, চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তার, তানভিন সুইটি, সোহানা সাবা, শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, শমী কায়সার, মেহের আফরোজ শাওন, লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, শামিমা তুষ্টি ও সিমলা। এদের অনেকেই আওয়ামী লীগের সাংস্কৃতিক শাখার সঙ্গে জড়িত। এমনকি জাতীয় সংসদ নির্বাচনে শাসকদলের প্রার্থীদের হয়ে প্রচারও করেছিলেন। ফলে কার-কার ভাগ্যে শিঁকে ছিড়ে তা দেখার জন্য অনেকেই অপেক্ষা করেছিলেন। কিন্তু এদিন মহিলাদের জন্য সংরক্ষিত আসনের জন্য শাসকদলের পক্ষে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে তারকা শিল্পীদের ভাগ্যে শিঁকে ছেড়েনি। বরং দলের পরীক্ষিত নেত্রীদের উপরেই ভরসা রেখেছেন আওয়ামী লীগ সভানেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থা‍ৎ আংশিক সময়ের রাজনীতিবিদদের উপরে নয়, পূর্ণ সময়ের রাজনীতিবিদদের উপরেই ভরসা রেখেছেন তিনি।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।