প্রচ্ছদ হেড লাইন অন্তর্বাস না পরায় নারীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার হুমকি

অন্তর্বাস না পরায় নারীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার হুমকি

হেড লাইন: অন্তর্বাস না পরায় বিমান থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন অভিযোগ করেছেন এক নারী যাত্রী। যুক্তরাষ্ট্রের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস ডেলটা এয়ারলাইনসের বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেছেন। শুক্রবার (২৯ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার শিকার ওই নারীর নাম লিসা আর্চবোল্ড। তিনি অভিযোগ করেন, ঘটনার দিন ঢিলেঢালা জিনসের প্যান্টের সঙ্গে তিনি সাদা টি শার্ট পরেছিলেন। তবে তার পরনে তখন কোনো অন্তর্বাস ছিল না। ফলে এয়ারলাইনসের এক নারী কর্মী তাকে ঠিকঠাকভাবে বুক আবৃত করতে বলেন।

লিসার অভিযোগ, তার স্তন দেখা না গেলেও তাকে হেনস্তা করা হয়েছে। আর ঘটনাটি ঘটেছে চলতি বছরের জানুয়ারিতে। এ ঘটনায় ইউএস ডেলটা এয়ারলাইনসের শীর্ষ কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন। তার সঙ্গে বৈষম্যমূলক নীতি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, ডিসকো জকি বা ডিজে পেশায় কর্মরত নারী ইউটাহের সল্ট লেক থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছিলেন। সেদিনের ‍দুর্বিষহ স্মৃতিচারণ করে লিসা বলেন, ঘটনার দিন মনে হচ্ছিল যে আমাকে যেন বিশেষ কোনো তকমা লাগিয়ে দেওয়া হয়েছে।

এয়ারলাইনসের সেই নারী কর্মীর আচরণের কথা জানিয়ে লিসা বলেন, তিনি আমাকে বিমানের বাইরে এমনভাবে গালাগাল করছিলেন যেন মনে হচ্ছিল আমি তার দৃষ্টিতে পরিপূর্ণ নারী না। আমাকে শাস্তি দেওয়ার জন্য তিনি এ নাটক দাঁড় করিয়েছেন। নারী যাত্রীর অভিযোগ, সংস্থাটির নারী কর্মী তাকে বলেছেন যে তার পোশাকে দেহ ভঙ্গিমা ফুটিয়ে তুলেছে। এটি আপত্তিজনক। তিনি টি শার্টের ওপর জ্যাকেট না পরলে তাকে বিমানে উঠতে দেওয়া হবে না বলেও জানান তিনি। লিসার আইনজীবী জানান, আমি যাচাই করে দেখেছি যে তালেবানরা ডেলটা এয়ারলাইনসের পরিচালনা করছে না। তাহলে এমন আচরণ কেন? তিনি আরও বলেন, স্তন কোনো অস্ত্র নয়। কোনো নারী বা তরুণীর স্তন থাকা অপরাধও নয়। এ ঘটনা মামলা দায়েরের প্রস্তুতির কথাও জানান তিনি।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।