প্রচ্ছদ সারাদেশ স্কুলছাত্রকে নির্মমভাবে হত্যা করে মুরগির খোয়ারে পুঁতে রাখে ফুপাতো ভাই

স্কুলছাত্রকে নির্মমভাবে হত্যা করে মুরগির খোয়ারে পুঁতে রাখে ফুপাতো ভাই

সারাদেশ: বগুড়ার গাবতলীতে মুরগির খোয়ারের মাটি খুঁড়ে নিখোঁজ স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ঈশ্বরপুর পুর্বপাড়ায় বসতবাড়ির মুরগির খোয়ার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্কুলছাত্র নাসিরুল ইসলাম নাসিম সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি পশ্চিমপাড়া এলাকার ওয়াজেল মণ্ডলের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে নাছিম তার বড় বোনের সঙ্গে ঝগড়া করে মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন তার বাবা সারিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত করতে গিয়ে নাছিমের ফুপাতো ভাইকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়ির মুরগি রাখার ঘরের মাটির নিচে পুঁতে রাখা লাশ উদ্ধার করা হয়। গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে হত্যার পর লাশ বস্তায় ভরে মাটির নিচে পুঁতে রাখা হয়।

গাবতলী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গত ২৫ ফেব্রুয়ারি শবে বরাতের রাত থেকে নিখোঁজ ছিল নাসিম। থানায় জিডি হলে তার সন্ধানে মাঠে নামে পুলিশ। একপর্যায়ে নাসিমের দুঃসম্পর্কের এক আত্মীয় রফিকুলের ছেলেকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রফিকুলের বাড়ির মুরগি রাখার ঘরের মাটির নিচে পুঁতে রাখা নাসিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওসি আরও বলেন, মরদেহ উদ্ধারের সময় রফিকুলের বাড়ি তালাবদ্ধ ছিল এবং বাড়িতে কেউ ছিল না। তবে কি কারণে এ হত্যাকাণ্ড এবং আসামির পরিচয়সহ বিস্তারিত পরে তুলে ধরব।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।