প্রচ্ছদ আর্ন্তজাতিক বিরল রোগে আক্রান্ত ট্রাম্প

বিরল রোগে আক্রান্ত ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ে ফোলা এবং হাতে কালচে দাগ দেখা যাওয়ার পর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় তার ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ ধরা পড়ে। হোয়াইট হাউসের বরাত দিয়ে এ খবর জানিয়েছেন বার্তা সংস্থা আলজাজিরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, এটি জটিল সমস্যা নয়, তবে ক্ষতিগ্রস্ত শিরাগুলো স্বাভাবিকভাবে রক্ত চলাচল বাধাগ্রস্ত করে।

ট্রাম্পের চিকিৎসকের চিঠি পড়ে শোনাতে গিয়ে লেভিট জানান, এই রোগটি ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যে বেশি দেখা যায়।

৭৯ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট এবং ২০২৪ সালের নির্বাচনে তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন।

বাইডেন ট্রাম্পের থেকে তিন বছর বড়, পরে নিজ দলের চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে মাস কয়েক পরেই তিনি ট্রাম্পের কাছে পরাজিত হন। যদিও বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তবুও ট্রাম্প তার বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে সমালোচনা চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার লেভিট জানান, ট্রাম্পের শরীরে ‘ডিপ ভেইন থ্রম্বোসিস বা আর্টারিয়াল ডিজিজ’-এর মতো কোনো গুরুতর সমস্যা পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ট্রাম্পের সকল পরীক্ষার ফল ‘স্বাভাবিক ছিল’ এবং তার ‘হৃদযন্ত্রের গঠন ও কার্যকারিতা স্বাভাবিক, হৃদরোগ, কিডনি সমস্যা বা কোনো সিস্টেমিক অসুস্থতার লক্ষণ নেই।

ট্রাম্পের হাতে যে কালচে দাগ দেখা গেছে, তা নিয়েও ইন্টারনেটে নানা জল্পনা তৈরি হয়। এ বিষয়ে লেভিট বলেন, ‘নিয়মিত হাত মেলানো এবং অ্যাসপিরিন গ্রহণের ফলে হালকা টিস্যু জ্বালাপোড়া হওয়ায়’ এই ধরনের দাগ হয়েছে। উল্লেখ্য, অ্যাসপিরিন তিনি হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা প্রতিরোধে নিয়মিত গ্রহণ করেন।

যদিও আইনি বাধ্যবাধকতা নেই, তবুও যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টদের পক্ষে প্রতিবছর শারীরিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা একটি সাধারণ প্রথা।

২০১৫ সালের নির্বাচনি প্রচারে ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক হ্যারল্ড বর্নস্টেইন একটি চিঠিতে বলেছিলেন, তিনি নির্দ্বিধায় বলতে পারেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে স্বাস্থ্যবান প্রেসিডেন্ট হবেন।

সূত্র: আলজাজিরা