প্রচ্ছদ জাতীয় নামেই বিএনপি, ‍মূলত জামায়াত ঘেঁষা ফয়জুল হক!

নামেই বিএনপি, ‍মূলত জামায়াত ঘেঁষা ফয়জুল হক!

ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। নৃশংসতার সঙ্গে জড়িত থাকায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। অনেকেই আবার মর্মাহত হয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন ড. ফয়জুল হকের বিএনপি ছাড়ার ঘোষণা।

শনিবার (১২) নিজেকে মালয়েশিয়া বিএনপির সহসমাজকল্যাণ সম্পাদক দাবি করে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তার এই ঘোষণার নিজ এলাকা ঝালকাঠিতে ব্যাপক আলোচনা হচ্ছে।

স্থানীয় অনেক নেতা জানেনই না, ড. ফয়জুল হক যে বিএনপি করেন। জামায়াতের সঙ্গে তার সখ্যতা রয়েছে দাবি করে অনেকেই আবার প্রমাণসহ ফেসবুকে ছবি পোস্ট করেছেন। 

শুধু তাই নয়, জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ নেতাদের সঙ্গেও ড. ফয়জুল হকের একান্তে ছবি ও জামায়াত আমিরকে ফুলেল শুভেচ্ছা জানানোর ছবিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেনের ভাষ্যমতে, ৩০ বছর ধরে বিএনপির রাজনীতি করি। অথচ, ওনি (ফয়জুল হক) যে বিএনপি করেন জানিই না। তাকে সবাই কায়েদ সাহেব হুজুরের নাতি হিসেবে চিনে। হঠাৎ করে বিএনপি থেকে তার পদত্যাগের কথা জানতে পেরে অবাক হয়েছি। 

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন গণমাধ্যমকে বলেন, ফয়জুল হক দলের কেউ হলে তো চিনতাম। তার কোনো ভূমিকা দেখিনি। জামায়াতের লোকজনের সঙ্গে ফয়জুল হকের সম্পর্ক রয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে জেলা জামায়াতের শীর্ষ একজন নেতার সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানাতে পারবো।

এদিকে, বিএনপির নেতা দাবি করে পদত্যাগ করা ফয়জুল হকের ফেসবুক ঘেটে দেখা গেছে, ঝালকাঠি-১ আসনের প্রার্থী হওয়ার আগাম একাধিক পোস্ট নজরে এসেছে। তবে, সাম্প্রতিক যেসব পোস্টার তিনি প্রকাশ করেছেন সেখানে কোনো দলের নাম কিংবা প্রতীক অথবা দলের শীর্ষ নেতাদের ছবি দেখা যায়নি।

যদিও ঝালকাঠির একাধিক বিএনপি নেতাকর্মীর ভাষ্য, ফয়জুল হক জামায়াত থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। জেলা জামায়াতের সবশেষ সমাবেশেও তিনি অংশ নিয়েছেন। তবে, বিএনপির কোনো কর্মসূচিতে তাকে সেভাবে দেখা যাওয়ার তথ্য মেলেনি।

রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশার বিষয়ে ড. ফয়জুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ২০১৫ সালের ৪ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মালয়েশিয়া বিএনপির কমিটির প্রেস রিলিজ পাঠান। যেই তালিকার ৪০ নম্বরে সহ-সমাজকল্যাণ সম্পাদকের জায়গায় ফয়জুল হক নাম রয়েছে।

এছাড়া ২০২১ সালে করোনার সময় তারেক রহমানের পক্ষ থেকে এলাকায় করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণের একাধিক ছবি পাঠান তিনি।