প্রচ্ছদ জাতীয় সরিষাবাড়ীতে যুবদল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

সরিষাবাড়ীতে যুবদল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

মোঃ সুইট (জামালপুর প্রতিনিধি):
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং যুবনেতা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় পিংনা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কের পিংনা উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পিংনা কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পিংনা ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন পিংনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুবনেতা সাখাওয়াত হোসেন, আব্দুল মোতালেব দুদু, জনি মিয়া, শ্রমিক দলের নেতা জুলহাস উদ্দিন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, পিংনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তমাল মিয়া এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম তালুকদার।

সমাবেশটি সঞ্চালনা করেন পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
এসময় যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, “দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এসব ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। আমরা রাজপথে থেকেই এর প্রতিবাদ জানাবো।”