প্রচ্ছদ জাতীয় রাজনীতিতে যোগ দিয়ে ‘সাকিব-মাশরাফির মতো আমিও ভুল করেছি’

রাজনীতিতে যোগ দিয়ে ‘সাকিব-মাশরাফির মতো আমিও ভুল করেছি’

ক্রিকেট মাঠে অবিশ্বাস্য পারফরম্যান্সে কিংবদন্তি হয়ে আছেন শ্রীলংকান তারকা সনাৎ জয়সুরিয়া। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে নেমে মাতারার সাবেক এই সংসদ সদস্য শ্রীলংকার উপমন্ত্রীও হয়েছিলেন। তবে ১০ বছরের বেশি সময় হলো রাজনীতি ছেড়ে দিয়েছেন তিনি।

রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এখন অনুশোচনা করছেন জয়সুরিয়া। তিনি বলেছেন, ‘সংসদ সদস্য হয়ে অবশ্যই আমি আমার জীবনের সবচেয়ে বাজে কাজটা করেছি। আমি জীবনে আর এটা করব না।’

শ্রীলংকা ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ আরও বলেছেন, ‘ক্রিকেটের কথা যদি বলেন, খেলোয়াড় এবং কোচ দুই ভূমিকাতেই অনেক চ্যালেঞ্জ থাকে। তবে আমি দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেললেও আগে কখনো কোচ হইনি। কাজেই এটাই বেশি চ্যালেঞ্জিং।’

ক্রিকেট মাঠ থেকে রাজনীতিতে অংশ নিয়ে আওয়ামী লীগের টিকিট নিয়ে নড়াইল-২ আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য হন মাশরাফি বিন মুর্তজা।

মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য হন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় । আর মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন সাকিব আল হাসান।

রাজনীতিতে অংশ নেওয়ায় এখন জেলে নাঈমুর রহমান দুর্জয়। হত্যা মামলার আসামি হয়ে গ্রেফতার আতঙ্কে আছেন বিদেশে থাকা সাকিব।

সাকিব, মাশরাফিদের রাজনীতিতে জড়ানো প্রসঙ্গ লংকান তারকা জয়সুরিয়া বলেছেন, ‘রাজনীতি করা আসলে ক্রিকেটারদের কাজ নয়। কে কী বলবে জানি না। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, রাজনীতিতে যোগ দিয়ে আমি ভুল করেছিলাম। খেলা সবাই ভালোবাসে। পুরো জাতি আপনাকে ভালোবাসবে। রাজনীতি করলে সেটা ভাগ হয়ে যাবে। কাজেই ক্রিকেটারদের ক্রিকেটই উপভোগ করা উচিত, সেটা যেভাবেই হোক।’