প্রচ্ছদ আর্ন্তজাতিক ছেলেকে ছেড়ে মা, স্বামীকে ছেড়ে স্ত্রী চলে যাচ্ছেন নিজ দেশে

ছেলেকে ছেড়ে মা, স্বামীকে ছেড়ে স্ত্রী চলে যাচ্ছেন নিজ দেশে

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে গত বৃহস্পতিবার ভারত পাকিস্তানিদের ভিসা সুবিধা বাতিল করে। এরপরের দিন পাকিস্তানও ভারতীয়দের বিরুদ্ধে একই ব্যবস্থা নেয়। উভয় দেশই একে-অপরের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। ভারত নির্ধারিত সময়ের মধ্যে পাক নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

এমন পরিস্থিতিতে ভারতে থাকা পাকিস্তানিরা নিজ দেশে ফিরে যায়। তবে তাদের কেউ কেউ ভারতে রেখে এসেছেন নিজের শিশু সন্তান ও স্বামীকে। সীমান্তে ছেলে ও স্বামীকে বিদায় দেওয়ার সময় বেশিরভাগ মানুষ কেঁদে দেন। তাদের এমন আবেগঘন মূহুর্তের ছবি তুলেছে বার্তাসংস্থা এএফপির আলোকচিত্রী—

এক পাকিস্তানি মা তার তার শিশু সন্তানকে বিদায় জানাচ্ছেন। তার সন্তান ভারতের নাগরিক। অম্রিতসার থেকে ৩৫ কি.মি দূরের ওয়াঘাহ সীমান্ত পোস্টে ২৯ এপ্রিল ছবি তোলা হয়। এদিন ভারতে মেডিকেল ভিসা নিয়ে যাওয়া পাকিস্তানিদের দেশে ফেরার শেষ দিন ছিল।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।