খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাত ৮টায় ওই এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন শিক্ষার্থীরা।
হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পী, নাজমুল, খালিদ, সাম্মী, সাদিয়া, দিয়া, রুমিসহ ৮ জন আহত হন। এর মধ্যে ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, তারা শিববাড়ি মোড়ে দাড়িয়ে সাংগঠনিক বিষয়ে কথাবার্তা বলার পর চলে যাচ্ছিলেন। এ সময় ১৬/১৭ জনের একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। এতে ৮ জন আহত হন। তবে কারা কী কারণে তাদের উপর হামলা চালিয়েছে তা জানাতে পারেননি তারা।
এদিকে হামলার প্রতিবাদে রাত ৮টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শিববাড়ি মোড়ে হাতাহাতি হয়েছে বলে খবর শুনে আমরা সেখানে গিয়ে কাউকে পাইনি। এখনও কেউ কোনো অভিযোগ করেনি।
সুত্রঃ চ্যানেল 24
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |