বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনা করা হবে ঐক্যমতের ভিত্তিতে। দেশে পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারেন সে ব্যাপারে নিশ্চিয়তা দেয়া হবে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিএনপির সেমিনারে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ১৬ বছরে আমার নিজের ও দলের এবং গণতন্ত্রের পক্ষের শক্তির মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। সেই উপলব্ধিকে ধারণ করে, আমরা সব নাগরিকের প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবো।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে ইউটিউব, ফেইসবুক, ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে, কিংবা প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে মন্তব্যের দায়ে, কাউকে হেনস্তা করা হবে না।’
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নিয়মতান্ত্রিক উপায়ে আইনের শাসন প্রতিষ্ঠা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক ও অলিগার্কিক হবে না।
তিনি বলেন, ক্ষমতার পরিবর্তন মানে একদল থেকে অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর নয়। তাই প্রধানমন্ত্রীর সমালোচনার জন্যও যেন কাউকে হেনস্তা না করা হয় সেই বিষয়ে নিশ্চয়তা দেয়া হবে। এ ছাড়া স্বৈরাচার ব্যবস্থা আর যেন ফিরে না আসে, সেজন্য বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা সংযোজন করবে, যেখানে একজন পর পর দুইবারের বেশি যেনো প্রধানমন্ত্রী হতে না পারে।
তবে দেশ গঠনে সবার অংশগ্রহণ ও ভূমিকা জরুরি বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ ছাড়া গণমাধ্যমের সম্পূর্ণ স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা দেয়া হবে বলেও জানান তারেক রহমান।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |