প্রচ্ছদ জাতীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এখন পর্যন্ত আহত….

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এখন পর্যন্ত আহত….

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার বরমী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুবদল নেতা সেলিম ফকির ও সিরাজ হোসেন ও ওয়াদুদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বরমী বাজারে জেলা বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সবুজ এক মাদকবিরোধী সমাবেশের আয়োজন করে। এতে জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। বিকেলে সমাবেশের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠান স্থলে যাওয়ার সময় ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে দুই গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত সেলিম ফকির, ওয়াদুদ ও সিরাজ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ ব্যাপারে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সুূুত্রঃ চ্যানেল 24