প্রচ্ছদ খেলাধুলা বাংলাদেশ সিরিজে জোর নিরাপত্তার দাবি সাবেক পাকিস্তানি ক্রিকেটারের

বাংলাদেশ সিরিজে জোর নিরাপত্তার দাবি সাবেক পাকিস্তানি ক্রিকেটারের

পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ মানেই নিরাপত্তার শঙ্কা। গত কয়েক বছরে বেশ কিছু শীর্ষ দল পাকিস্তানে গিয়ে সিরিজ খেলেছে। এবার যাচ্ছে বাংলাদেশ। ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এই সিরিজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলেছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলী। নিরাপত্তায় গলদ থাকলে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা আছে। এটি হবে ১৯৯৬ বিশ্বকাপের পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য প্রথম বৈশ্বিক কোনো টুর্নামেন্ট। ইতোমধ্যেই রাজনৈতিক কারণে ভারত সেখানে যাবে না বলে গোঁ ধরেছে। অংশগ্রহণকারী বাকি দলগুলো এখনো নেতিবাচক কিছু বলেনি। বাসিতের শঙ্কা, ঘরের মাঠে বাংলাদেশ এবং ইংল্যান্ড সিরিজে নিরাপত্তা ঠিকঠাক না হলে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হতে পারে।

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি যেহেতু পাকিস্তানে অনুষ্ঠিত হবে, আর বাংলাদেশের পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও সফরে আসবে। তাই আমাদের উচিত নিরাপত্তায় মনোযোগ দেওয়া। সৃষ্টিকর্তা না করুক, এসব সফরে কোনো ঘটনা ঘটলে চ্যাম্পিয়নস ট্রফি এখানে (পাকিস্তান) খেলা হবে না। বেলুচিস্তান ও পেশোয়ারে আমাদের সৈন্যরা শহীদ হচ্ছেন। সরকারই শুধু বলতে পারে এটা কেন ঘটছে, যদিও এটা অনুচিত।’

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন পাকিস্তান সফরে যায়নি কোনো দল। ১৯ টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা বাসিত আরও বলেছেন, ‘নিরাপত্তার সামান্যতম বিঘ্নও যেন না ঘটে, সেটি নিশ্চিত করতে হবে আমাদের। বিদেশি দলগুলোর আমাদের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মতো নিরাপত্তা পাওয়া উচিত। আমি নিশ্চিত মহসিন নাকভি (পিসিবি চেয়ারম্যান) এ বিষয়ে অবগত আছেন।’

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।