প্রচ্ছদ আর্ন্তজাতিক মর্মান্তিক দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে কী করছিলেন রাইসি (ভিডিও)

মর্মান্তিক দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে কী করছিলেন রাইসি (ভিডিও)

হেলিকপ্টার দুর্ঘটনায় রোববার (১৯ মে) ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা নিহত হন। হেলিকপ্টারটি বিধ্বস্তের আগে, রাইসির শেষ মুহুর্তের একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছেন রাইসি। এ সময় পররাষ্ট্রমন্ত্রীসহ তার অন্যান্য সফরসঙ্গীকে একে অন্যের সঙ্গে কথা বলতে দেখা যায়। খবর দ্য ইকোনোমিক টাইমস।

আজারবাইজানের সঙ্গে ইরানের সীমান্তে একটি বাঁধের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের পর প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ফিরছিলেন।

রোববার বিকেলে দুর্ভাগ্যজনকভাবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ সময় দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান অঞ্চলে ঘন কুয়াশার মধ্যে একটি পাহাড়ী ভূখণ্ডের মধ্য দিয়ে উড়ে যাওয়ার সময় দুর্ভাগ্যজনক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) তথ্য অনুযায়ী, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি এবং রাইসির নিরাপত্তা দলের প্রধান মেহেদি মুসাভিও বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ছিলেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।