সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং করবার সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়। এতে উড়োজাহাজ দুটির ডানা ক্ষতিগ্রস্থ হয়। উড়োজাহাজ দুটির ১০ জন যাত্রীও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে সিলেট বিমান বন্দরের পার্কিং এড়িয়ায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কতৃপক্ষ।
বিমান বন্দর কতৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল পাঁচটি ফ্লাইট। সংঘর্ষে ক্ষতিগ্রস্থ হওয়ায় তিনটি ফ্লাইট ঢাকায় ফিরে যেতে পারলেও দুটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেই রয়ে গেছে। দুই উড়োজাহাজের মেরামত কাজ চলমান রয়েছে।
উড়োজাহাজগুলো সংযুক্ত আরব আমিরাতের শারজাহ,ওমানের মাসকাট,চীনের গুয়াংজু, কাতারের দোহা ও সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে এসেছিল।
প্রসঙ্গত, সিলেটে থেকে যাওয়া ১০ যাত্রী অন্য ফ্লাইটে ঢাকা রওনা দিবেন
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |