
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন যা হুবহু তুলে ধরা হলোঃ-
আমি তো শাহবাগী বইলা মব কইরা মানুষরে বিচারের বদল ফাঁসি দেওয়ানো জালিম আর ১৬ বছর ধরে হাসিনারে ফ্যাস্টিস্ট হইয়া উঠতে সাহায্য করা কালচারাল বদমাশদের এড্রেস করি।
আওয়ামী আর ইন্ডিয়ান বয়ানে দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলা দালালদের কথা বলি।
তুমি তো জালিম, খুনি, কালচারাল ফ্যাসিস্ট বা বদমাশ না। বরং সারাদিন ন্যায়পরায়ণ হওয়ার বুলি জপো। তা স্বত্ত্বেও ট্রিগার্ড হও কেনো?? কাহিনী কী? হু?
ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি নাকি??













































