
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে শহিদ মীর মুগ্ধের বাবা বিএনপির এমপি পদপ্রার্থী।
এদিকে, শহিদ_মীর_মুগ্ধর পিতা যে সময়কালটায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন ও-ই একই সময়কালে কক্সবাজার জেলা ছাত্রদলের। যুগ্ম_সাধারণ_সম্পাদকের দায়িত্ব পালন করেন, এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানের মাঠপর্যায়ে একজন সংগঠক হিসেবে নিয়োজিত ছিলেন। আর এবার বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে অংশগ্রহণের জন্যে আমার জ্যেষ্ঠ কন্যা-সন্তান মরিয়া হয়ে উঠেছিল!
কিন্তু শেষপর্যন্ত আজতক লক্ষ্য অর্জিত হয়নি! অচিরেই যে কাম্য গণতন্ত্র কায়েমে আমরা সাফল্য লাভ করবো সেই নিশ্চয়তা নেই! অদূর বা দূর ভবিষ্যতেও হয়তো তোমার সন্তানকে লড়াইয়ে নামতে হবে অন্য কোনও নিপীড়ক স্বৈরশাসকের বিরুদ্ধে!
অতএব আপাতত চুপচাপ থেকে দর্শকের ভূমিকা পালন করে যাও। কেননা অবস্থা দেখে মনে হয় আমার জাতির সামনে স্থাপিত