প্রচ্ছদ অপরাধ ও বিচার ফোনে স্বামীর মুখে তালাকের কথা শুনে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী

ফোনে স্বামীর মুখে তালাকের কথা শুনে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী স্বামী মোবাইলে তালাক বলায় এক গৃহবধূ কেঁরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। ওই গৃহবধূর নাম মারিয়া আক্তার (২১)।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে অচেতন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারিয়া আক্তার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের আইয়ুব মিয়ার মেয়ে।

পরিবার জানায়, দুবছর আগে উপজেলার সুলতানপুর ইউনিয়নের টাংগা গ্রামের মুসা মিয়ার ছেলে সৌদি প্রবাসী তানজিল চৌধুরীর সঙ্গে মারিয়া আক্তারের বিয়ে হয়। তাদের দুজনের মাঝে প্রেম ছিল। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর বনাবনি তেমন ভালো ছিল না। বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকতো। শনিবার স্বামীর সঙ্গে তর্কাতর্কির সময় স্বামী মোবাইলে তালাক বললে অভিমানে কেঁরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন মারিয়া।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, ‘এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা নিয়ে তদন্ত চলছে।’

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।