প্রচ্ছদ জাতীয় ‘৯ তারিখের ফলাফল যাই হোক, আমরা জিতে গিয়েছি’– কেন বললেন মেঘমল্লার

‘৯ তারিখের ফলাফল যাই হোক, আমরা জিতে গিয়েছি’– কেন বললেন মেঘমল্লার

ডাকসু নির্বাচনী প্রচারণার শেষ দিনে প্রচারণায় ফিরেছেন বাম জোট সমর্থিত প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু। নির্বাচনের দুই দিন আগে তিনি জানালেন, তার দলের নৈতিক বিজয় হয়েই গেছে। কেন, তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

তবে তার আগে সমালোচনার জবাব দিয়েছেন তিনি। তার অভিমত, মাঠে না থাকার কারণে তাকে নিয়ে সমালোচনা হচ্ছিল বেশ। তার জবাবে তিনি বলেছেন, ‘অনেক ধরনের সমালোচনা নিয়মিতই হয়, সমালোচনায় ভেঙে পড়ার বা আহত হওয়ার কোনো প্রয়োজন নেই। একটি সমালোচনা হচ্ছে, যে নির্বাচনী মাঠে আমি থাকছি না, আমি ইচ্ছাকৃতভাবে থাকছি না, পরাজয় মেনে নিয়ে থাকছি না। আমরা সেই মানুষ যারা বারবার ডাক্তারের নির্দেশ অমান্য করে রাজপথে ফিরে ফিরে এসেছি। আমরা সেই মানুষ যারা নিজের জীবনকে উপেক্ষা করে বারবার রাজপথে ফিরে ফিরে এসেছি। রাজপথই আমাদের অক্সিজেন, রাজপথে আসলে আমাদের কোনো ক্ষতি হয় না, এখানে আসলে আমাদের উপকারই হয়।’

এরপরই এলেন ‘বিজয়’ প্রসঙ্গে। তার কথা, ‘আজ লড়াইয়ের শেষ দিন, ৭ তারিখ প্রচারণার শেষ দিন। প্রতিরোধ পর্ষদের সহযোদ্ধাদের একটা কথাই বলতে চাই, ৯ তারিখের ফলাফল যাই হোক, আমরা জিতে গিয়েছি। আমরা জিতে গিয়েছি এই কারণে যে, বাংলাদেশে মাজার ভাঙা হয়, মৃত মানুষের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়, একটার পর একটা মব আক্রমণ হয়, আমরা দেখতে পাই একটার পর একটা মোরাল পুলিসিং হয়, তখন আমাদের উপস্থিতির কারণে সবচেয়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীগুলোকেও বলতে হচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেয়েদের হল রাত ১২টা পর্যন্ত খোলা রাখতে হবে, বচেয়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে বলতে হচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মকেন্দ্রিক যে বিভাজন, তা হতে দেওয়া চলবে না।’

চলতি মাসের শুরু থেকে ডাকসু নির্বাচনের প্রচারণায় অনুপস্থিত ছিলেন ডাকসু নির্বাচনে বাম জোট সমর্থিত প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু। কারণ ২ সেপ্টেম্বর থেকে একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। ঝুঁকি এখনও কাটেনি। ডাক্তারদেরও বারণ আছে। তবে সেসবকে বুড়ো আঙুল দেখিয়ে মেঘমল্লার হাজির হয়েছেন ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনে, হাসপাতাল থেকে বেরোনোর ৩০ মিনিট পরই হাজির হয়েছেন সংবাদ সম্মেলনে।