৫ ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজনতার প্রবল গণআন্দোলনের মুখে ছোটবোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে আত্নরক্ষা করেন।তারপর থেকে কার্যত ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা।সর্বশেষ দিল্লীর লুটিয়েন্স বাংলোতে অবস্থানের কথা জানা যায়।এর মাঝে মধ্যেপ্রাচ্যে দুবাইতে চলে যাাওয়ার ঘটনা চাউর হলেও পরে তার সত্যতা জানা যায় নি।
এরই মাঝে ভারতে বসেই নেতাকর্মীদের একের পর এক বার্তা দিচ্ছেন শেখ হাসিনা।সম্প্রতি শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে হাসিনার অডিও কল ফাঁস হয়।দেশজুড়ে উঠে তীব্র সমালোচনার ঝড়।এবার আবারো ফাঁস হয়েছে শেখ হাসিনার অডিও কল।
রোববার (১৮ নভেম্বর) আবারও শেখ হাসিনার ‘কণ্ঠে’ নতুন একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।তারপরেই দেশজুড়ে নতুন আলোচনায় উঠে আসেন শেখ হাসিনা।অডিও বার্তা থেকে জানা যায়,সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশটিতে প্রতিবাদ সভার আয়োজন করলে, অনুষ্ঠানে শেখ হাসিনা ফোন কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ দেন।
ফোনকলের এক পর্যায়ে ৭ জুলাই থেকে ১৪ জুলায়ের ঘটনার ব্যাখ্যা করে শেখ হাসিনা বলেন,৭ জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে ১৪ জুলাই পর্যন্ত। তারা সহিংস হওয়ার আগে গায়ে একটা টোকাও পড়েনি। তাদের মতো তারা আসছে-বসছে, আমরা তো তাদের কিছুই বলিনি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেটা ছিলো না। নির্দেশ দিয়েছি কোনো গুলি করবা না। পুলিশ ব্যারিকেড উঠিয়ে তারা ইচ্ছে মতো আন্দোলন করেছে। শুরু থেকে তো অনেক কিছু করা যেতো, আমরা তো সেসব করিনি।
এরপরই দেশজুড়ে উঠে তীব্র আলোচনা সমালোচনা।ছাত্রজনতার দাবি জুলাই আন্দোলনের মেটাল বুলেট ব্যাবহার না করলে এত ছাত্র জনতার গণহত্যা কীভাবে হল?
সূত্র : জনকণ্ঠ
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |