
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। সোমবার ওয়ানা এলাকার শান্তি কমিটির কার্যালয়ে চলাকালীন বৈঠকের সময় এ বিস্ফোরণ ঘটে। এতে আরও বহু আহত হয়েছেন বলে জানা গেছে।
এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও, আফগান সীমান্তবর্তী এই অঞ্চলটিকে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (TTP) শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি টিটিপি’র বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী চালাচ্ছে জোরালো অভিযান। গত ৭২ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে অন্তত ৭১ জন।
এই বিস্ফোরণ ভারতের সঙ্গে কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।