সারাদেশ: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের উইঘুর শায়ত্বশাসিত অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, ভূমি থেকে ১১ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল।ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত আকি এলাকা। ৬৮ দূরে রয়েছে ইউসি। ভূমিকম্পের ঝাঁকুনি এই দুই এলাকায় ভালোভাবেই অনুভূত হয়েছে।
আকির স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে বাড়িঘর কেঁপে ওঠে। যখনই বিষয়টি বুঝতে পারেন, তখন ঘর থেকে বাইরে বের হয়ে যান। রমজান সামনে রেখে আমিরাতে কমলো ১০ হাজার পণ্যের দাম, থাকছে লাখ টাকার উপহার
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ভূমিকম্পের কারণ বিদ্যুৎ বিতরণে কোনো সমস্যা হয়নি এবং স্থানীয় কোনো ট্রেনও বন্ধ হয়নি।
সূত্র: সিজিটিএন
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |