প্রচ্ছদ আন্তর্জাতিক ৫ আগস্টের পর যুক্তরাষ্ট্রে যাওয়া আওয়ামী লীগ নেতারা এবার কঠিন বিপদে!

৫ আগস্টের পর যুক্তরাষ্ট্রে যাওয়া আওয়ামী লীগ নেতারা এবার কঠিন বিপদে!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা ঢাকা তৈরি হওয়া গণজোয়ারে প্রচণ্ড চাপের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ভারতে চলে গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে তার। কিন্তু রাজনৈতিক ইস্যু ও ভিসা জটিলতায় তিনি এখনো ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনার আকস্মিক পদত্যাগে জনরোষ থেকে বাঁচতে প্রতিবেশী দেশ ভারত ও আমেরিকায় পালিয়ে গেছেন আওয়ামী লীগের বেশিরভাগ নেতা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় সে দেশে আওয়ামী লীগের নেতাসহ অন্যান্য বাংলাদেশীরা কিছুটা সমস্যায় পড়তে পারেন। কারণ নির্বাচনের আগে ট্রাম্প এসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন। ফলে তিনি যদি প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটেন, তাহলে প্রথমেই তারা অভিবাসন নিয়ে সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে, ‘আনডকুমেন্টেড (বৈধ কাগজ ছাড়া)’ যারা যুক্তরাষ্ট্রে আছেন, তাঁরা বিপদে পড়তে পারেন।

প্রেসিডেন্ট ট্রাম্প যদি তাঁদের (যুক্তরাষ্ট্র থেকে) বের করে দিতে চান, সে ক্ষেত্রে বাংলাদেশী অভিবাসী যাঁরা আছেন, তাঁদের মধ্যে অনেকেই হয়তো এই বিপাকে পড়বেন। এই আশঙ্কা নেতাকর্মীদের থেকেই যায়। তবে বাংলাদেশও যেহেতু অনেক পরিবর্তনের সঙ্গে জড়িত, সেখানে কিছু সুবিধা-অসুবিধা থাকতেই পারে। আরেকটি শঙ্কার জায়গা হলো আন্তর্জাতিক মানবিকতা বা সহযোগিতা। প্রেসিডেন্ট ট্রাম্প আবার নানা বিষয়ে পদক্ষেপ নিয়ে তাদের সুযোগও দিতে পারেন বলে অনেকে ধারণা করছেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার সন্ধ্যায় পাঠানো এক বার্তায় এই অভিনন্দন জানান তিনি। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেইসবুক পেইজে বার্তাটি প্রকাশ করা হয়েছে।

সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ায় বাংলাদেশ সরকার ও দেশের মানুষের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয়বারের মতো আপনাকে নির্বাচিত করা এটা প্রমাণ করে যে, আপনার নেতৃত্ব ও দূরদর্শিতায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের চিন্তা প্রতিধ্বনিত হয়।”

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস আছে জানিয়ে ড. ইউনূস বলেন, “টেকসই উন্নয়নের লক্ষ্যে আমি সেই সম্পর্ক ও অংশীদারত্ব আরও এগিয়ে নিতে চাই।”

এর আগে বাংলাদেশ সময় দুপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এখনও আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও এরই মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাজনৈতিক নেতারা তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোসহ অনেকেই জানাচ্ছেন শুভেচ্ছা বার্তা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের পক্ষেও ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. মুহাম্মদ ইউনূস।

৫ আগস্টের পর যুক্তরাষ্ট্রে যাওয়া আওয়ামী লীগ নেতারা এবার কঠিন বিপদে! বিস্তারিত ভিডিওতে…

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।