মিডিয়া: সাড়ে ১৫ বছরে সরকারি চাকরি, জনসেবা ও সমজাতীয় খাতে জাতীয়ভাবে ‘অসামান্য অবদানের’ নামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের ঘনিষ্ঠদের দেওয়া হয় রাজউকের প্লট। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর, উত্তরা তৃতীয় প্রকল্প ও ঝিলমিল আবাসিক প্রকল্পের প্লটগুলো তারা পেয়েছেন কাঠাপ্রতি মাত্র ২ থেকে ৩ লাখ টাকায়। যদিও এসব প্লটের বাজারমূল্য তখনো বহুগুণ বেশি ছিল। এখন এসব প্লটের কাঠাপ্রতি বাজারমূল্য কোটি টাকার বেশি। রাজউকের প্লটের আয়তন ৩, ৫, ৭, সাড়ে ৭ ও ১০ কাঠা। সংরক্ষিত কোটায় প্লট পাওয়া কেউ কেউ তা বিক্রিও করে দিয়েছেন।
তালিকায় আছেন যেসব শিল্পী
মুজিব সিনেমায় অভিয়ন করতে এক টাকায় চুক্তিবদ্ধ হয়ে গত বছর আলোচনায় আসেন চিত্রনায়ক আরিফিন শুভ। তবে তাকে পূর্বাচলে ১০ কাঠার একটি প্লট দিয়েছে আওয়ামী লীগ সরকার। শুভ ছাড়াও অসামান্য অবদান কোটায় অন্তত ৩০ জন শিল্পী ও সংস্কৃতিকর্মী রাজউকের প্লট পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মীর সাব্বির মাহমুদ, রানা হামিদ, লিটন হায়দার, রাসেল আশেকী, বেগম মীনা বড়ুয়া, সায়লা সাবরিন, মেহের আফরোজ শাওন ও মাহফুজ আহমেদ।
সূত্র : প্রথম আলো
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |