
নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকেই কেন্দ্রটিতে নিয়মিত সেবা প্রদান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় হাইকমিশন।
গত বুধবার (১৭ ডিসেম্বর) জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর পক্ষ থেকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ বা ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এই কর্মসূচির ফলে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে বুধবার দুপুর ২টা থেকে সাময়িকভাবে ভিসা সেন্টারের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা
হাইমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিসা সেন্টারের কাজ চলছে। আবেদনকারীরা এখন আগের মতোই তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন।












































