
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৭টির ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে ভিপি, জিএস ও এজিএসে আধিপত্য বিস্তার করেছে শিবিরসমর্থিত ‘অদম্য জবিয়ান প্যানেল’। আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এই তথ্য পাওয়া গেছে।
১৭ কেন্দ্রের ঘোষিত ফলাফল:ভিপি পদে:
রিয়াজুল-১৯৪৯ ( শিবির)
একেএম রাকিব: ২০৩৩ ( ছাত্রদল-ছাত্র অধিকার)
ব্যবধান ৮৪ ভোট






































