প্রচ্ছদ জাতীয় ১৩ পদের ১০টিতেই জয়ী বিএনপি, জামায়াতের কী খবর?

১৩ পদের ১০টিতেই জয়ী বিএনপি, জামায়াতের কী খবর?

বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১৩টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ পদে বিজয়ী হয়েছেন। অন্য তিনটি পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নির্বাচনের রিটার্নিং অফিসার আতাউর রহমান খান (মুক্তা) ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

সভাপতি পদে রেজাউর রহমান (প্রাপ্ত ভোট ৪৫১) ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম (প্রাপ্ত ভোট ৪৫৫) নির্বাচিত হয়েছেন।

এর আগে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির গওহর আলী ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৬৯ ভোটারের মধ্যে ৭৮৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে সাফি আহমেদ (মিঠু) ও আতিকুল মাহবুব (সালাম), যুগ্ম সম্পাদক পদে এনামুল হক (পান্না), লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক পদে মৌসুমী আকতার নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্যের পাঁচটি পদের মধ্যে চারটি পদে নির্বাচিত হয়েছেন ছালমা খাতুন, জেসমিন আকতার (শিখা), আব্দুল্লাহেল কাফী (২) ও আল আমিন (রাসেল)।

অপরদিকে, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-সিরাজুল প্যানেল হতে যুগ্ম সম্পাদক পদে আবু বকর ছিদ্দিক (৩) ও ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাফিকুর রহমান (শাফি) এবং কার্যকরী সদস্য একটি পদে বাবুল রহমান নির্বাচিত হয়েছেন।

রফিকুল ইসলাম (১) সাধারণ সম্পাদক পদে চতুর্থবারের মতো পুনর্নিনির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচিতদের প্রতি অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়ার সভাপতি পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল।

সূত্র : বাংলা নিউজ