প্রচ্ছদ জাতীয় ১১ দলের কে কত আসন পাচ্ছে, জামায়াত লড়বে কত আসনে?

১১ দলের কে কত আসন পাচ্ছে, জামায়াত লড়বে কত আসনে?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে ১১ দলীয় জোটের মধ্যে আসন বণ্টন শিগগিরই চূড়ান্ত হতে যাচ্ছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আগামী এক-দুই দিনের মধ্যে সব দলই তাদের অংশগ্রহণের বিস্তারিত চূড়ান্ত করবে।

সূত্রে জানা গেছে, দেশের মোট ৩০০ আসনের মধ্যে জামায়াত নিজেই প্রায় ১৯০টি আসনে প্রার্থী দিতে পারে। জোটের বাকি ১০টি দল তাদের নিজস্ব প্রার্থী নিয়ে ১১০টি আসনে লড়াই করবে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জামায়াত নেতৃত্বাধীন জোটের বড় অংশীদার ইসলামী আন্দোলন বাংলাদেশ লড়বে প্রায় ৪০টি আসনে। এর পাশাপাশি, সম্প্রতি এই জোটে যুক্ত হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লড়বে ৩০টি আসনে।

অন্য দলগুলোও নির্দিষ্ট সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি, আরেকটি খেলাফত মজলিস ৭টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং জাগপা ১টি আসনে লড়াই করবে। বাকি ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জোটের অন্যান্য তিনটি দল।

ডা. শফিকুর রহমান বলেন, “সব দল একত্রিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবে। আসন সমঝোতা চূড়ান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।”

এভাবে ১১ দলীয় জোটের নির্বাচনী কৌশল ও আসন বণ্টন শেষ রূপ পেতে চলেছে।