
জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তার অজুহাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (শাবিপ্রবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সম্প্রতি তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন যা হুবহু তুলে ধরা হলো:
পেশিশক্তির দাপটে ছাত্রসংসদ নির্বাচন বন্ধের পায়তারা ছাত্রসমাজ মানবে না!
শাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘শাকসু’ নির্বাচন আগামী ২০ জানুয়ারি হওয়ার কথা থাকলেও, একটি ছাত্র সংগঠন নিজেদের মাদার অর্গানাইজেশনের এজেন্ডা বাস্তবায়নে তা বন্ধের পাঁয়তারা করছে।
ইসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলব, কোনো হুমকি বা চাপের কাছে নতি স্বীকার করবেন না। নির্ধারিত সময়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ ।












































