প্রচ্ছদ হেড লাইন হিরু আলমের যাবজ্জীবন কারাদণ্ড

হিরু আলমের যাবজ্জীবন কারাদণ্ড

হেড লাইন: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা মাদক মামলায় হিরু আলম ওরফে হিরু মন্ডলকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলো না। দণ্ডপ্রাপ্ত হিরু আলম সিদ্ধিরগঞ্জের মো. আ. রশিদ মন্ডলের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার একটি মাদক মামলায় হিরু আলম ওরফে হিরু মন্ডল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম জানান, ২০২২ সালের ৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হিরু আলম ওরফে হিরু মন্ডলকে ইয়াবাসহ আটক করে র‌্যাব। পরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়। আদালত সাত জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ এ রায় দেন।

সূত্র : Channel 24

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।