প্রচ্ছদ অপরাধ ও বিচার হাসানাত আব্দুল্লাহর নামে মামলা

হাসানাত আব্দুল্লাহর নামে মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, হাসানাত আব্দুল্লাহ অবৈধভাবে প্রায় ১৯ কোটি ৭২ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি, তার বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ৮০ কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন পাওয়া গেছে।

রোববার (১৯ অক্টোবর) দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

দুদক জানায়, সম্পদের উৎস গোপন করে এবং ঘুষ ও অনৈতিক উপায়ে প্রাপ্ত অর্থের মাধ্যমে সম্পদ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অপরাধে তার বিরুদ্ধে দুদক আইন অনুযায়ী মামলা করা হয়েছে।