
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে রোববার। তার মনোনয়ন ফিরে পাওয়ার দাবিতে আপিল বিভাগে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এখন আদালতের আদেশের অপেক্ষা।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গত বৃহস্পতিবার আদেশ ঘোষণার জন্য রোববার দিন নির্ধারণ করেন। ওইদিন কার্যতালিকায় আবেদনটি ১০৩ নম্বর ক্রমিকে রয়েছে। ফলে ওইদিনই স্পষ্ট হবে, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কি না মুন্সী।
এর আগে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের আবেদন করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়।
এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মুন্সী হাইকোর্টে রিট করেন। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখে রিটটি সরাসরি খারিজ করে দেন। এরপর তিনি সর্বশেষ ভরসা হিসেবে আপিল বিভাগে আবেদন করেন। এখন আদালতের আদেশের দিকেই তাকিয়ে আছে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী পরিস্থিতি।
সূত্র : জনকণ্ঠ













































