প্রচ্ছদ জাতীয় হাদি হত্যা: মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

হাদি হত্যা: মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের চালক আলমগীরের এক ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম হিমন, তিনি যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আদাবর এলাকা থেকে আদাবর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হিমন মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী এবং ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিল এলাকায় প্রচার শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে।

গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

সূত্র : বাংলা ট্রিবিউন