প্রচ্ছদ জাতীয় হাদির ওপর হামলার ঘটনায় গোপালগঞ্জের পুলিশ লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

হাদির ওপর হামলার ঘটনায় গোপালগঞ্জের পুলিশ লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।

হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই কে ম পলাশ নামে এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে এ ঘটনার প্রতিবাদ জানয়ান। হাদির আহত অবস্থার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ফি আমানিল্লাহ। ওসমান হাদির ওপর হামলার তীব্র প্রতিবাদ জানাই। এ ছাড়া এ হামলার তদন্ত করে অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।

কে ম পলাশের এই ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে কাজী মহসীন নামের এক ব্যক্তি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। জানা গেছে, তিনি পুলিশে কর্মরত। তার বাড়ি গোপালগঞ্জ।

সূত্র : জনকণ্ঠ