প্রচ্ছদ অপরাধ ও বিচার স্বামীর কাছ থেকে সইতে না পেরে নিজের গায়ে আগুন দিলো স্ত্রী

স্বামীর কাছ থেকে সইতে না পেরে নিজের গায়ে আগুন দিলো স্ত্রী

যৌতুক নিয়ে হয়রানি সহ্য করতে না পেরে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করলেন স্কুল শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের যোধপুরে। ওই শিক্ষিকার নাম সানজু বিশনই।

সানজু নিজের সঙ্গে তার তিন বছরের মেয়ের শরীরেও আগুন দেন। শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে শনিবার চিকিৎসারত অবস্থায় মারা যান ওই শিক্ষিকা।

এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি জানিয়েছে, পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সেখানে সানজু বলেছেন, তার স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যরা বেশ কিছুদিন ধরে যৌতুকের জন্য তাকে হয়রানি করে আসছিলো।

শুক্রবার সানজু স্কুল থেকে ফেরার পর নিজের ও তার মেয়ের শরীরে পেট্রোল ঢেলে পরবর্তীতে আগুন ধরিয়ে দেন। ওই সময় তার স্বামী বা শ্বশুরবাড়ির কোনো সদস্য উপস্থিত ছিলেন না। প্রতিবেশীরা বাড়ি থেকে ধোঁয়া উড়তে দেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ আসার পর তেমন কিছু করার ছিলো না। ততক্ষণে ক্ষতি যা হবার তা হয়ে যায়।

শনিবার সানজুর মৃত্যুর পর তার পরিবার ও শ্বশুর বাড়ির সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। অবশেষে সানজুর ময়নাতদন্ত শেষে মৃতদেহ দুটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ভুক্তভোগীর পিতা-মাতা তার স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ির বিরুদ্ধে তাদের মেয়েকে হেনস্তা ও আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগ আনেন। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে প্রমাণ ও একটি সুইসাইড নোট সংগ্রহ করেছে। এছাড়া ভুক্তভোগীর মোবাইলও জব্দ করা হয়েছে। ওই সুইসাইড নোটে সানজু তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন। তিনি গানপাত সিং নামের এক ব্যক্তির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ করেছেন। পুলিশ ওই ব্যক্তির অনুসন্ধান করছে। সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, গানপাত ও সানজুর স্বামী একত্রে তাকে শারীরিকভাবে হেনস্তা করতো।