প্রচ্ছদ জাতীয় স্বর্ণ, টাকা বা জমি নয়, আগামী ১০ বছরে সবচেয়ে মূল্যবান হবে যে...

স্বর্ণ, টাকা বা জমি নয়, আগামী ১০ বছরে সবচেয়ে মূল্যবান হবে যে জিনিস!

ভারতের জনপ্রিয় ফিনটেক সংস্থা জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাত সম্প্রতি একটি আলোড়ন সৃষ্টিকারী ভবিষ্যদ্বাণী করেছেন যে, আগামী দশকে নগদ টাকা, সোনা বা জমির মতো চিরায়ত সম্পদের চেয়ে ইলেকট্রন ও শক্তি (বিদ্যুৎ) সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত হবে।

তাঁর এই বক্তব্যের পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ খরচ ক্রমাগত বৃদ্ধি পাওয়া। বর্তমানে একটি নতুন ডেটা সেন্টার প্রতি বছর ৪ লাখ বৈদ্যুতিক গাড়ির চেয়েও বেশি বিদ্যুৎ ব্যবহার করছে এবং এর মোট ব্যয়ের প্রায় ৬৫ শতাংশই চলে যাচ্ছে শুধু কম্পিউটার ও কুলিংয়ের জন্য বিদ্যুৎ খাতে।

যুক্তরাষ্ট্র, জার্মানি ও ব্রিটেনের মতো দেশগুলোতে ডেটা সেন্টারের সংখ্যা হু হু করে বাড়তে থাকায় গবেষণা ধারণা করছে যে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের মোট বিদ্যুৎ ব্যবহারের ১০ শতাংশ চাহিদা তৈরি হবে কেবল ডেটা সেন্টারগুলোর থেকেই। এই অস্বাভাবিক চাহিদা বৃদ্ধির কারণেই নিখিল কামাত মনে করছেন যে, ভবিষ্যতের অর্থনীতিতে বিদ্যুৎই হতে পারে নতুন ‘কারেন্সি’ বা সবচেয়ে দামি সম্পদ।

সূত্র: জনকণ্ঠ