
মার্কিন ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বরে সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশা এবং বৈশ্বিক অর্থনীতির মন্থরতার আশঙ্কায় সোমবার স্বর্ণের দামে বড় ধরনের উত্থান দেখা গেছে।
আজ সোমবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০ দশমিক ৯৯ ডলার, যা গত ২৭ অক্টোবরের পর সর্বোচ্চ।
কে.সি.এম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘সপ্তাহের শুরুতেই স্বর্ণের বাজারে জোরালো ক্রয়চাপ দেখা যাচ্ছে। ফেড সুদের হার কমানোর সম্ভাবনা অস্বীকার করলেও ব্যবসায়ীরা এখনও ডিসেম্বর মাসে হার কমার প্রত্যাশা রাখছেন।’
সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক তথ্য অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা হ্রাস পেয়েছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে। এছাড়া খরচ কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারে চাকরি ছাঁটাই বেড়েছে।
আরেক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘতম সরকারি শাটডাউন এর প্রভাবে ভোক্তা আস্থা প্রায় তিন-দেড় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বর মাসে সুদের হার কমার সম্ভাবনা এখন ৬৭ শতাংশ। সাধারণত সুদের হার কমলে ফলনবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যায়।
এদিকে, ৪০ দিন ধরে চলা সরকারি অচলাবস্থা (শাটডাউন) শেষ করতে মার্কিন সিনেট একটি প্রস্তাব এগিয়ে নিচ্ছে। এতে সরকারি কর্মচারীদের বেতন বন্ধ, খাদ্য সহায়তা বিলম্ব ও বিমান চলাচলে জটিলতা তৈরি হয়েছিল।
টিম ওয়াটারার বলেন, ‘শাটডাউন শেষের দিকে হলেও এখন অর্থনৈতিক সূচকগুলো স্পষ্ট হবে, যা বাজারের জন্য দিকনির্দেশক হবে।’
বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণনির্ভর এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, শুক্রবার তাদের মজুত বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২ দশমিক ০৬ মেট্রিক টন, যা একদিন আগে ছিল ১, হাজার ৪০ দশমিক ৩৫ টন।
অন্যদিকে, রুপার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৪৯ দশমিক ৫২ ডলার, প্লাটিনামের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৫৬৫ দশমিক ২২ ডলার এবং প্যালাডিয়ামের দাম বেড়ে ১ হাজার ৩৯৬ দশমিক ৩৭ ডলার।










































