ইসলামিক শরীয়াহ অনুযায়ী মসজিদে আকদ সম্পন্ন করেছেন চট্টগ্রামের আলোচিত রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাদে আসর ঢাকার মসজিদ-এ গাউসুল আজমে ইসলামি শরীয়াহ অনুযায়ী এ বিয়ে সম্পন্ন হয়। আকদ পড়ান মিডিয়া ব্যক্তিত্ব অধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম ফজলুল হক (মা.)। এ সময় উপস্থিত ছিলেন ফারাজের বাবা রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এবং ছোট ভাই প্রকৌশলী ফারহান করিম চৌধুরী। আকদ অনুষ্ঠানে সাদামাটা কাপড় ও জুতা পড়ে আসেন ফারাজ করিম চৌধুরী। স্ত্রীকে দেখা যায় লাল বেনারসিতে। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি।
যেখানে দেখা যায় মসজিদের গেটের সামনে দাড়িয়ে আছেন এই নবদম্পতি। সেই ছবিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি করেন একদল মানুষ। কারণ স্ত্রীর থেকে কিছু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে ছিলেন ফারাজ করিম। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) স্ত্রীর সঙ্গে আরও একটি ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে দুজনকে একসঙ্গে বসে থাকতে দেখা গেছে। ছবিটি প্রকাশ করে ফারাজ লিখেছেন, গতকাল আমার ছবিটিতে অনেকেই প্রশ্ন করেছেন, কেন আমার স্ত্রীর সাথে এতটা দূরত্বে দাঁড়ালাম? কারণ হল মসজিদের সম্মানিত ইমাম সাহেব পরিষ্কারভাবে বলেছেন, মসজিদে ছেলে এবং মেয়ে একত্রে দাঁড়ানোর কোন সুযোগ নেই। মহিলারা মহিলাদের জন্য নির্ধারিত স্থানে থাকবে এবং ছেলেরা মসজিদের মূল অংশে থাকবে। ওনার কথা মেনেই আমাদের আকদ শেষ হওয়ার পর একটি স্মৃতি ধরে রাখার জন্য সেই ছবিটি তুলে রেখেছি। ফারাজ আরও লেখেন, এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হল আমার বাসার ছাদে একটি ছবির বুথ করে পরিবারের সদস্যদের নিয়ে একটি দাওয়াতের আয়োজন। সেই সাথে আপনাদের সকলকে আগামী ১ মার্চ ২০২৪ ইং (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রামের রাউজানের গহিরাস্থ বক্স আলী চৌধুরী বাড়ীতে আমন্ত্রণ জানাচ্ছি। জানা গেছে, ১ মার্চ সন্ধ্যার পর রাউজানের গহিরা বক্স আলী চৌধুরী বাড়িতে ১০ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হচ্ছে। সেখানে যোগ দিবেন মন্ত্রী, এমপিসহ রাজনৈতিক নেতারা।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |